৬ ডিসেম্বর থেকে জবির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
প্রকাশ: ২০১৫-১২-০২ ১১:২৮:২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারে ১ম মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের ‘সি’ ইউনিটের ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর , ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর , ‘এ’ ইউনিটের ক্ষেত্রে ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
‘ই’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীদের মধ্যে চারুকলা বিভাগের ৭ ডিসেম্বর এবং ড্রামা এন্ড মিউজিক বিভাগের ০৮ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর প্রকাশিতব্য মনোনয়ন তালিকার নির্বাচিত প্রার্থীদের ১৭ থেকে ২২ ডিসেম্বর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সকল ইউনিটের কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোটায় উর্ত্তীণদের সকল সনদ/ট্রান্সক্রিপ্ট, ছবি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং কোটায় সাপেক্ষ প্রমাণস্বরূপ সনদপত্রসহ উপস্থিত থাকতে হবে। সঠিক প্রমাণাদি ব্যতীত কাউকে ভর্তির সুযোগ দেয়া হবে না।
ভর্তির সময় শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাগজাদি ও প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি না হলে তার আসনটি শূন্য বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন আবেদন বিবেচনা করা হবে না।
ভর্তিকৃত শিক্ষার্থী আসন খালি ও যোগ্যতা থাকা সাপেক্ষে প্রবেশপত্রে উল্লেখিত বিষয় পছন্দক্রম ও মেধানুসারে বিষয় পরিবর্তন/মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। মাইগ্রেশনের পর নতুন প্রাপ্ত বিভাগের অবশ্যই ভর্তি হতে হবে। পূর্ববর্তী বিভাগের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ বিষয়ে পরবর্তীতে কোন আবেদন গৃহীত হবে না।
আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িলহঁ.ধপ.নফ)-এ পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিষ্টারের ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ১৭ জানুয়ারি এবং ‘সি’ ইউনিটের ৩ জানুয়ারি ক্লাস শুরু হবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













