মারণঘাতি করোনাভাইরাসের কারনে বন্ধ রাখা চীনে সব বিক্রয় কেন্দ্র পুনরায় খুলেছে প্রযুক্তি জায়ান্ট এ্যাপল। কয়েক সপ্তাহ ধরে শুক্রবার পর্যন্ত ধাপে ধাপে খোলা হয়েছে এই বিক্রয় কেন্দ্রগুলো, বিষয়টি ব্লুমবার্গ এবং রয়টার্সকে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের এক মুখপাত্র।
করোনাভাইরাস ছড়ানোর গতিতে লাগাম দিতে চীন সফরে সীমাবদ্ধতার ঘোষণা আসার পর ফেব্রুয়ারি বন্ধ করা হয়েছিল এ্যাপলের বিক্রয় কেন্দ্রগুলো। এ্যাপলের সবচেয়ে বড় বাজারগুলোর একটি চীন। দেশটির বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ থাকাই গত মাসে চলতি প্রান্তিকের আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে আনার মূল কারণ বলেও জানিয়েছে এ্যাপল।
চীনে করোনাভাইরাসের পরিস্থিতির হয়তো উন্নতি হচ্ছে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় অন্য কোন বাজারের প্রভাব পড়তে পারে এ্যাপলের আয়ে। চলতি সপ্তাহেই ইতালি কার্যত অবরুদ্ধ করে দিয়েছে দেশটির সরকার। ফলে দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে এ্যাপলের ১৭টি বিক্রয় কেন্দ্রের সব।
দুই সপ্তাহ আগে ফক্স বিজনেসের সঙ্গে এক সাক্ষাৎকারে এ্যাপল প্রধান টিম কুক বলেন, ‘আমার কাছে মনে হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিচ্ছে চীন। আপনি সংখ্যা দেখুন, এটি দিন দিন কমছে। আমি এখানে খুব আশাবাদী।’
চলতি মাসের শুরুতেই এ্যাপলের পক্ষ থেকে বলা হয়, ভাইরাসের কারণে চীনে প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা কমবে এবং দেশটিতে পণ্য উৎপাদনেও প্রভাব পড়বে।
সানবিডি/এনজে