দ্বিন পালনে একনিষ্ঠ হও
ইরশাদ হয়েছে, ‘তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বিনের ওপর প্রতিষ্ঠিত করো।...’ (সুরা : রুম, আয়াত : ৩০)
আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই
ইরশাদ হয়েছে, ‘...আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল দ্বিন; কিন্তু বেশির ভাগ মানুষ জানে না।’ (সুরা : রুম, আয়াত : ৩০)
বিশুদ্ধ হৃদয়ে আল্লাহর দরবারে হাজির হও
ইরশাদ হয়েছে, ‘বিশুদ্ধ চিত্তে তাঁর অভিমুখী হয়ে তাঁকে ভয় করো, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’
(সুরা : রুম, আয়াত : ৩১)
বিচ্ছিন্নতাকামীরাই নিজ মতবাদে সন্তুষ্ট
ইরশাদ হয়েছে, ‘যারা নিজেদের দ্বিনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে—প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উত্ফুল্ল।’ (সুরা : রুম, আয়াত : ৩২)
হতাশা মুমিনের বৈশিষ্ট্য নয়
ইরশাদ হয়েছে, ‘আমি যখন মানুষকে অনুগ্রহের আস্বাদ দিই তারা তাতে উত্ফুল্ল হয় এবং তারা তাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হলে তারা হতাশ হয়ে পড়ে।’ (সুরা : রুম, আয়াত : ৩৬)
সানবিডি/এনজে