কোন ধরণের ঘোষণা ছাড়াই পেয়াঁজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার।এর দীর্ঘ পাঁচ মাস পর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। মসলাপণ্যটির আমদানিতে দেশের ব্যবসায়ীদেরও মিলেছে অনুমতিপত্র। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দিনাজপুরের হিলি ও সাতক্ষীরার ভোমরা বন্দর হয়ে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভারত থেকে বন্দরটি দিয়ে মোট ২৫ ট্রাক পেঁয়াজ দেশে ঢুকেছে। প্রতিটি ট্রাকে ২০ টন করে পেঁয়াজ রয়েছে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রথম দিনে ভোমরা বন্দর দিয়ে সীমিত পরিমাণে আমদানি হলেও দু-একদিনের মধ্যে তা বেড়ে যেতে পারে।
একই দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত বন্দরটি দিয়ে চারটি ট্রাকে মোট ৯২ টন পেঁয়াজ দেশে ঢুকেছে। এছাড়া হিলি স্থলবন্দরের ভারতের অংশে ২৫-৩০টি পেঁয়াজের ট্রাক দেশে ঢোকার অপেক্ষায় রয়েছে।
গত বছরের ২৯ সেপ্টেম্বরে অভ্যন্তরীণ বাজার ভারসাম্য রক্ষার্থে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। তবে নতুন মৌসুমের পেঁয়াজ ওঠার পর দেশটির বাজারে সরবরাহ বেড়ে মসলাপণ্যটির দাম অপ্রত্যাশিতভাবে কমে যায়। ফলে দেশটির কৃষক ও ব্যবসায়ীরা সরকারের কাছে পণ্যটির রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার অনুরোধ জানান। এ পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির শেষ দিকে মসলাপণ্যটির ওপর রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল দেশটি। ঘোষণার পাঁচদিন পর ২ মার্চ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছিল ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগ, যা গতকাল থেকে কার্যকর হয়েছে।
ঢাকার ফারহা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, তিনি ভারত থেকে ৩০০ টন পেঁয়াজের এলসি খুলেছেন। তবে দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের দাম কম। এতে অনেক টাকা লোকসানের আশঙ্কা করছেন তিনি। বাজারে দেশে উৎপাদিত পেয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি করা পেঁয়াজের দাম নিম্নমুখী রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভারত সরকারের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা থাকায় বেশকিছু দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির রফতানি বন্ধ ছিল। গতকাল আমদানির মাধ্যমে কর্মচঞ্চলতা ফিরে পেয়েছে বন্দরটি। ভারত থেকে আমদানির ফলে আসন্ন রোজায় দেশের মানুষ খানিকটা কম দামে পেঁয়াজ কিনতে পারবে বলে প্রত্যাশা করছেন তিনি।
সানবিডি/এনজে