আর খেলা না হলে লিভারপুল বার্সেলোনা জুভেন্টাস চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৬ ১০:২৭:২৪


মারণঘাতি করোনাভাইরাসের প্রকোপে ইউরোপের সব ঘরোয়া ফুটবল লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপ লিগও স্থগিত হয়ে গেছে। ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়েছে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপও। এই পরিস্থিতিতে লিগ মৌসুম ও ইউরোর ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে মঙ্গলবার জরুরি সভা ডেকেছে উয়েফা।

শোনা যাচ্ছিল, এই সভায় আগামী ১২ জুন শুরু হতে যাওয়া ইউরো এক বছর পিছিয়ে দেয়ার ঘোষণা আসতে পারে। কিন্তু ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের দাবি, এ বছরই ইউরো আয়োজনের একটি বিকল্প ভাবনা আছে উয়েফার। তবে জুনে নয়, ডিসেম্বরে। আর জুনের বদলে ডিসেম্বরে ইউরো হলে সব ফুটবল সূচিতেই বড় ধরনের পরিবর্তন আসবে।

করোনার প্রকোপ দ্রুত না কমলে মে মাসের মধ্যে এবারের লিগ মৌসুম কোনোভাবেই শেষ করা যাবে না। তখন অসমাপ্ত লিগের চ্যাম্পিয়ন নির্ধারণ করা নিয়ে আরেকটি সংকট তৈরি হবে। উয়েফা সব ঘরোয়া লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ আগে শেষ করতে চায়। সেক্ষেত্রে জুলাই-আগস্টের পরিবর্তে পরবর্তী মৌসুম শুরু হবে ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তার আগে ডিসেম্বরে ইউরো।

এই পরিকল্পনা ২০২২ কাতার বিশ্বকাপের জন্য কার্যকর হবে। কারণ, গ্রীষ্মের বদলে এই প্রথম কাতার বিশ্বকাপ হবে শীত মৌসুমে। ফলে বিশ্বকাপের জন্য তখন আর লিগ মৌসুমের সময়সীমা নতুন করে বদলাতে হবে না।

উয়েফার সদস্য দেশগুলো যদি এই পরিকল্পনায় আপত্তি তোলে সেক্ষেত্রে এবারের লিগ আর মাঠে না গড়ালে বর্তমান পয়েন্ট টেবিলের ভিত্তিতে হয়তো চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। তখন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, লা লিগায় বার্সেলোনা, সেরি-এ লিগে জুভেন্টাস, বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও ফরাসি লিগে শিরোপার হাসি হাসবে পিএসজি।