দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামীকাল ১৭ মার্চ বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে এই বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিন শেয়ারবাজারে কোনো লেনদেন হবে না।
শেখ মুজিবের জন্মদিন থাকায় ১৭ মার্চ দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি-বেসরকারি ও সব স্বায়ত্তশাশ্বিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় ডিএসই ও সিএসই'র দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে।
সানবিডি/এসকেএস