জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাস্তার দু'পাশ ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বাহারি রঙের আলোর ঝলকানি। নগরের অলিগলিতে অবস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয়েও অনুরূপ আলোকসজ্জা করা হয়েছে।
আজ ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ দিনটি সামনে রেখে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। করোনাভাইরাসের কারণে এর আগে গৃহীত নানা আয়োজনে পরিবর্তন আনা হলেও আজ মঙ্গলবার মূল মঞ্চের আতশবাজির অনুষ্ঠান ঠিক রয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থাপনা। এসব আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
বাংলাদেশ ব্যাংক ভবনে শোভা পাচ্ছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। মতিঝিল শাপলা চত্বর এলাকায় সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, জীবন বীমা ভবনসহ বড় স্থাপনাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। রাস্তার দু'পাশের গাছে গাছে বাহারি আলোকরশ্মি। সাদা, লাল, নীল ও সোনালি হরেক রঙের মরিচবাতি।
এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনও সেজেছে নতুন সাজে। সংসদ ভবনের পুরো এলাকা বিভিন্ন রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে। সংসদের দক্ষিণ প্লাজায় 'পিপেল ম্যাপিংয়ে' ভেসে উঠছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। এ ছাড়া লেজার শোর মাধ্যমে ভেসে উঠছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। সংসদের লেকের মাঝখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই আঙুল উঁচিয়ে দেওয়া ভাষণের প্রতিচ্ছবিও লেজার শোর মাধ্যমে দেখানো হচ্ছে। লেকের পাড়ে প্রতিটি দেয়ালে লাইটিংয়ের মাধ্যমে নৌকার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সংসদের দক্ষিণ-পশ্চিম কোণের মাঠে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। সমকাল