সঞ্চয় অ্যাপ হলো অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক প্রবর্তিত বিভিন্ন সঞ্চয় স্কিমের একটি তথ্যমূলক অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসে মোবাইলের মাধ্যমে সঞ্চয় স্কিমে বিনিয়োগসংক্রান্ত তথ্যাদি জানা যাবে। আজ সকালে সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হবে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
জানা গেছে, অ্যাপটিতে ১০টি মেনু রয়েছে এবং মেনুর অধীনে বিভিন্ন সাব-মেনু রয়েছে। অ্যাপের ভূমিকায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ইতিহাস, উদ্দেশ্য ও কার্যাবলির বিস্তারিত বর্ণনা রয়েছে। এর দ্বিতীয় মেনুতে জাতীয় সঞ্চয়ের ১১টি স্কিম সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি রয়েছে। এ মেনু থেকে প্রতিটি সঞ্চয় স্কিমের মুনাফার হার, মূল্যমান, বিনিয়োগের ঊর্ধ্বসীমা, মেয়াদ, কারা বিনিয়োগ করতে পারবেন এসব তথ্যসহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যাবে।