রাজস্ব আহরনের বর্তমান যে প্রক্রিয়া, সেটি বিভিন্ন কারণে করদাতাবান্ধব নয়। তাই এটিকে করদাতাবান্ধব করে তুলতে হবে বলে মনে করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সোমবার কারওয়ান বাজারে সিএ ভবনের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) মিলনায়তনে আইসিএবি আয়োজিত আয়কর নীতির সংশোধনবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটি জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব প্রদানের বিষয়টা ফ্রেন্ডলি করতে হবে। যেন করদাতা স্বেচ্ছায় কর দিতে আগ্রহী হয়। এ জায়গাটায় আসতে হলে আমরা এখন যে সিস্টেমের মধ্যে আছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে। যেন তার মধ্যে পলায়নপর চিন্তা কাজ না করে। সে জায়গাটা সহজীকরণ করতে হবে। সে সহজীকরণেরও কিছু সমস্যা আছে। তবে সেটি সহজীকরণ করাই এনবিআরের মূল উদ্দেশ্য হবে।
রাজস্ব আয় বাড়াতে অটোমেশনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, অটোমেশনের যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো আমরা উপলব্ধি করতে পারি। যতক্ষণ না সবকিছু সিস্টেমের মধ্যে আসবে, ততক্ষণ কোনো কিছুই পরিপূর্ণভাবে কার্যকর হবে না।
নতুন করদাতাদের ট্রাক করার ক্ষেত্রে কৌশলে আরো জোর দিতে হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, যতক্ষণ পর্যন্ত ফরম্যাল চ্যানেলে লেনদেন না হবে, ততক্ষণ পর্যন্ত আমার জন্য কাজটা কি সহজ? আমার মনে হয় না। এটা আমাদের জন্য বড় একটা বাধা।
আইসিএবি সভাপতি মুহাম্মদ ফারুক বলেন, আমরা বেশকিছু বিষয় আমাদের পলিসি পেপারে তুলে ধরেছি। আমরা মনে করি, ট্যাক্সের আনুপাতিক হার যৌক্তিকভাবে নির্ধারণ করা উচিত। দীর্ঘ সময় ধরে দেশে কর ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। দেশের শীর্ষ পর্যায়ের পেশাদার প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করি, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কর ব্যবস্থার সংস্কার জরুরি।
রহমাতুল মুনিম বলেন, আমরা সবাই কিন্তু সবকিছু বুঝি এবং ভালো করেই বুঝি, সমস্যাটা কীভাবে সমাধান হবে। কিন্তু তার পরও সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো হয় আমরা সমস্যার সমাধান করি না, না হয় করতে চাই না, না হয় করতে পারি না। বিভিন্ন কারণে সক্ষমতার ঘাটতি থাকতে পারে।
সংগঠনের সদস্যদের বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আয়কর নীতি ১৯৮৪ সংশোধনকে কেন্দ্র করে আইসিএবি একটি পলিসি পেপার তৈরি করেছে উল্লেখ করে আইসিএবি সভাপতি বলেন, এ সংগঠনের তৈরি করা পলিসি পেপারটি বাংলাদেশের প্রবৃদ্ধিবান্ধব কর ব্যবস্থা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যা সহজ ও স্বচ্ছ।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) আলমগীর হোসেন, নাহার ফেরদৌসি (কর লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট), রঞ্জন কুমার ভৌমিকসহ (কর জরিপ ও পরিদর্শন) এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস