বৃষ্টিতে বন্ধ চেন্নাই বিমানবন্দর
প্রকাশ: ২০১৫-১২-০২ ১৪:৩৯:০৫

শীতের কুয়াশায় ঢেকে গেছে বিমানবন্দর।
টানা বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে ভারতের চেন্নাই বিমানবন্দর। বুধবার সকাল থেকেই তামিলনাড়ু রাজ্যের এই বিমানবন্দরটির সকল সেবা বন্ধ করা হয়।
এর ফলে বিপাকে পড়েছেন প্রায় ৪০০০ হাজার যাত্রী। শহরটিতে বিমানের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে ট্রেনের যাত্রাও।
বিমানবন্দরের পরিচালক দীপক শাস্ত্রী জানান, ঝুঁকি এড়াতেই বিমান চলাচল বন্ধ করা হয়েছে।
তিনি জানান, বুধবার ভোররাত থেকেই চেন্নাই বিমানবন্দরে পানি ঢুকতে শুরু করে। জলমগ্ন হয়ে পড়ে রানওয়ে।
পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১টি দল নামানো হয়েছে চেন্নাই শহরে।
গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই সহ পুরো তামিলনাড়ু।মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এরপর গত দুইদিনের বৃষ্টিতে আরও বেসামাল হয়ে পড়েছে চেন্নাই।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













