বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে কেক কেটে ‘মুজিববর্ষ’ উদযাপন করেছে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।প্রধান অতিথি হিসেবে কেক কেটে উদযাপন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবাহান ভূঁইয়া।
মঙ্গলবার (১৭ মার্চ) চৌদ্দগ্রাম উপজেলায় কেক কেটে ‘মুজিববর্ষ’ উদযাপন করেছে সংগঠনটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে চৌদ্দগ্রামের মাঁটি ও মানুষের নেতা সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের পক্ষে কেকে কেটেছে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
‘মুজিববর্ষ’ উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হোসেন টিপু ,সাধারণ সম্পাদক এ এস এম শাহীন মজুমদার, আওয়ামীগের শাহ জালাল মজুমদার, শুভপুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি নয়ন বাঙ্গালী এবং চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন ।