করোনাভাইরাসের কারণে ঘরে বসে কাজের সুযোগ তৈরি করল ভাইবার। এবার কাজের ক্ষেত্রে গ্রুপ কলে সর্বোচ্চসংখ্যক অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করল ভাইবার।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অগণিত মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের ঘরে বসে প্রতিদিনের কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছে।
এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা ও সাধারণ মানুষকে প্রিয়জনের সঙ্গে যুক্ত রাখতে মেসেজিং অ্যাপ ভাইবার সম্প্রতি তাদের গ্রুপ কলে সর্বোচ্চসংখ্যক অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করেছে।
নতুন এই পদ্ধতি চালু করার মাধ্যমে ২০ জন মানুষ একসঙ্গে গ্রুপ কলে অংশ নিতে পারবে। এ বিষয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল বলেন, করোনা এই ভয়াল পরিস্থিতি মোকাবেলায় নতুন এ উদ্যোগ নেয়া হয়েছে।
গ্রুপের মাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত করতে নতুন উপায় খুঁজে বের করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
ভাইবারের মাধ্যমে খুব সহজেই ফাইল শেয়ার করা যাবে। ফলে সহকর্মী ও ব্যবসায়িক অংশীদাররা খুব সহজেই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও প্রেজেন্টেশন একে অপরকে পাঠাতে পারবে।
সানবিডি/ঢাকা/এসএস