আস্থাহীনতার সাথে করোনা ভাইরাস যুক্ত হয়ে তলানিতে যাচ্ছিলো দেশের পুঁজিবাজার। সর্বশান্ত হওয়ার পথে যাচ্ছিলো বিনিয়োগকারীরা। ঠিক তখনই বিনিয়োগকারীদের ক্ষতিরমূখ থেকে বাচাতে এগিয়ে এসেছে সরকার। বাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রীর বলিষ্ঠ সিদ্ধান্ত ও বৈঠক পরবর্তী বক্তব্য পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে সহযোগীতা করবে, হতাশা থেকে মুক্তি পাবে বিনিয়োগকারীরা। দেশের অন্যতম অনলাইন পোর্টাল সানবিডির সাথে একান্ত আলাপকালে এসব কথা বলেন,ডিএসইর সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুর রহমান।
রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারের দরপতন থামাতে অর্থমন্ত্রী,বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিরা, ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) এবং এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছে। বৈঠকে পুঁজিবাজারকে একটি ভালো অবস্থানে নিয়ে এসে স্থিতিমীল করার যে কথা অর্থমন্ত্রী বলেছেন, তা নিশ্চিতভাবে পুঁজিবাজারের বিনয়োগকারীদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে।
অন্যদিকে প্রধান্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটি দিয়েছে, তা বাস্তবায়ন করার জন্য সবাই একমত হয়েছেন। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো ফান্ড গঠন করে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য একমত হয়েছেন। ফান্ড গঠন না করা পর্যন্ত প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজস্ব ফান্ড থেকে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য একমত হয়েছে।
রকিবুর রহমান বলেন,পৃথিবীর সব দেশে করোনা ভাইরাসের কারণে পুঁজিবাজার ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য উন্নত বিশ্বে যে ধরনের পদক্ষপ নিয়েছে, বাংলাদেশের অর্থমন্ত্রীও সেই দিকেই এগিয়ে যাচ্ছেন। আমি এর জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী,কেন্দ্রীয় ব্যাংক, বিএসইসি,বিএবি,এবিবিসহ সবাইকে সাধুবাদ জানাই।