বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। বাংলাদেশে ইতিমধ্যে ১১ জন শনাক্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এ অবস্থায় করোনা সন্দেহে ৩০ বিচারককে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ কথা জানিয়েছে বিবিসি বাংলা।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বাংলাদেশের নিম্ন আদালতের ৩০ বিচারককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই বিচারকরা অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের প্রশিক্ষণে গিয়েছিলেন।
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাদের বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস