বৈশ্বিক করোনা সংকট
৬৫০ কোটি ডলারের প্রাথমিক সহায়তা ঘোষণা এডিবির
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৯ ০৯:০৮:৫৫

চীনের প্রাচীর টপকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী কভিড-১৯ মোকাবেলায় উন্নয়নশীল সদস্য দেশগুলোর তাত্ক্ষণিক চাহিদা মেটাতে ৬৫০ কোটি ডলারের প্রাথমিক সহায়তা তহবিল ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এডিবির প্রেসিডেন্ট মাসাত্সুগু আসাকাওয়া বলেন, এ মহামারী বড় ধরনের বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এজন্য জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জোরালো পদক্ষেপ নেয়া জরুরি। আমাদের সদস্য ও সহযোগী সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে সদস্য দেশগুলোর তাত্ক্ষণিক প্রয়োজন মেটাতে আমরা এ ৬৫০ কোটি ডলারের উদ্ধার তহবিল ঘোষণা করছি। তবে এ প্যাকেজের বাইরে পরিস্থিতি যখনই চাইবে তখনই আর্থিক ও নীতিসহায়তা দিতে এডিবি প্রস্তুত থাকবে।
জানা গেছে, তহবিল সরবরাহের আগে এডিবির পরিচালনা পর্ষদে প্যাকেজের অনুমোদন পেতে হবে। মহামারীর স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলার কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রগুলোকে ৩৬০ কোটি ডলার এবং সরাসরি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, কুটির ও মাঝারি আকারের প্রতিষ্ঠান এবং স্থানীয় ও আঞ্চলিক বাণিজ্য এবং কোম্পানিগুলোর জন্য ১৬০ কোটি ডলার দেয়া হবে। চলমান প্রকল্পগুলো থেকে বরাদ্দ তুলে নিয়ে জরুরি পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে স্বল্প সুদে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেয়া হবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা ও তাত্ক্ষণিক অনুদানের জন্য ৪০ মিলিয়ন ডলার সরবরাহ করবে।
এর আগে করোনা মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রায় ৫ হাজার কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে। আর বিশ্বব্যাংক গ্রুপ ১ হাজার ২০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ এরই মধ্যে সেখান থেকে ১০ কোটি ডলার সহায়তা চেয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













