পুঁজিবাজারের পতন ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ।
বিএসইসির সূত্র মতে, সার্কিট ব্রেকারে সর্বশেষ ৫ কার্যদিবসের শেয়ারের গড় মূল্য সর্বনিম্ম সীমা ধরা হয়েছে। এর কম হলে শেয়ার লেনদেন হবে না। পুঁজিবাজারের তীব্র পতন ঠেকাতে এই নির্দেশনা দিয়েছে বিএসইসি।
এদিকে এ কাজ করতে গিয়ে তৃতীয় দফায় লেনদেনের সময় পিছিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ। প্রতিষ্ঠান দুটি কারিগরি টিম এ নিয়ে কাজ করছে।