চালু হলো পুঁজিবাজারের লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৯ ১৪:০৩:০৩

দীর্ঘক্ষণ লেনদেন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সেচেঞ্জ (সিএসই)। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ দেশের পুঁজিবাজারে আজ নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। নিয়ম অনুসারে প্রতিদিন সকাল সাড়ে ১০ টায় এই লেনদেন শুরু হয়।
বেলা সাড়ে ১০টার আগেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর পক্ষ থেকে জানানো হয় বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হওয়ার কথা।
কিন্তু পুনঃনির্ধারিত সময়েও তা শুরু হয়নি। এবার দ্বিতীয় দফা বেলা ১টায় বাজার চালু হতে পারে বলে জানা যায়। তৃতীয় দফায় জানানো হয় দুপুর ২টায় লেনদেন শুরু হবে। কিন্তু তার আগেই ডিএসই ও সিএসইর লেনদেন চালু হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












