পূবালী ব্যাংক লিমিটেড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে। পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আযীযুল হক প্রধান কার্যালয়ে কেক কেটে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- মনজুরুর রহমান, মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, আরিফ এ. চৌধুরী ও আসিফ এ. চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই দিনে পূবালী ব্যাংক লিমিটেডের সকল আঞ্চলিক কার্যালয় ও দেশব্যাপী ৪৮২টি শাখায় মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
সানবিডি/ঢাকা/এসআই