২০১৯-২০ অর্থবছরে মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছিল দুই লাখ দুই হাজার ৭২১ কোটি টাকা। তবে সংশোধিত এডিপি (আরএডিপি) ধরা হয়েছে এক লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থ বছরের ৯ মাসের মাথায় এসে ৯ হাজার ৮০০ কোটি টাকা কমানো হলো।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চলতি অর্থবছরের জন্য এক লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা ব্যয় সম্বলিত আরএডিপি অনুমোদন দেয়া হয়েছে।