করোনাভাইরাস আতঙ্কে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় এক ঘন্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী রোববার ২২ মার্চ থেকে লেনদেনের সময় সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।
পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত দৈনিক লেনদেন ৩ ঘন্টা চলবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষও লেনদেনর সময় সাড়ে ১০টায় থেকে আড়াইটার বদলে দেড়টা পর্যন্ত করেছে।
সানবিডি/এসকেএস