বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বুধবার রাজধানীর মহাখালীর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কার্যালয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার মান উন্নয়নে বঙ্গবন্ধুর নেয়া বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করেন। এছাড়া বিএসির পূর্ণকালীন সদস্যরা বঙ্গবন্ধুর জীবনী ও রাজনৈতিক আদর্শ, কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন এবং আগামী প্রজন্মকে জাতির জনকের পথ অনুসরণের আহ্বান জানান। আলোচনা সভায় বিএসির খণ্ডকালীন সদস্যসহ কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।