বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে। গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল করিম, সাবেক সিনিয়র সচিব ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপদেষ্টা ড. মো. শামসুল আরেফিন। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. কাজী শাহাদাৎ কবির।
প্রধান অতিথি অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় গুণ ছিল সাহসিকতা ও সততা, যা আমাদের এখনো নাড়া দেয়। তার মতো দেশপ্রেম, অকৃত্রিম ভালোবাসা ও সততা আমাদের থাকা দরকার। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সবাইকে দেশ পরিচালনায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার।