কবর থেকে জীবন্ত কন্যাশিশু উদ্ধার
প্রকাশ: ২০১৫-১২-০২ ১৯:২১:২০

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি কবর থেকে একজন শিশুকন্যাকে উদ্ধার করেছে কাউন্টি পুলিশের শেরিফ। লস অ্যাঞ্জেলেস টাইমসের খবরে বলা হয়, গত শুক্রবার স্থানীয় কবরখানার পাশ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্নার শব্দ শুনতে পান লস অ্যাঞ্জেলেসের কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেট।
এরপর কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে যান তিনি। পরে মাটি সরিয়ে দেখেন কবরের মধ্যে একটা পাতলা কম্বলে মুড়ে রাখা একটি ফুটফুটে শিশু। ৩৬-৪৮ ঘণ্টা বয়সী শিশুটিকে উদ্ধার করে তিনি দ্রুত নিয়ে যান স্থানীয় হাসপাতালে। হাসপাতালে নেয়ার পর প্রথম দিকে চিকিৎসকরা শিশুটি বাঁচবে কি না সংশয়ে ছিলেন। তবে এখন সে সুস্থ আছে।
শিশুটির উদ্ধারকারী অ্যাডাম মনে করেন, এই শিশুর ওপর স্রষ্টার হাত রয়েছে।
খবরে বলা হয়, প্রশাসন শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হতে পারে।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













