করোনাভাইরাস সঙ্কটে ডিআরইউ উদ্যোগ অনুকরনীয় হয়ে থাকবে: পানি সম্পদ উপমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৩-২২ ২১:৩০:২০
করোনা ভাইরাস কার্যক্রমের সাথে জড়িত সাংবাদিক, ডাক্তার, ড্রাইভারসহ সকলকে সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পানি সম্পদ উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম, এমপি। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) করোনাভাইরাস প্রাদুর্ভাবে তাদের সদস্য ও তাদের পরিবারের জন্য যে বিশেষ এম্বুলেন্স সেবা চালু করার উদ্যোগ নিয়েছে তা জাতিকে পথ দেখালো, সেটা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আজ ২১ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিশেষ অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানিয়ে এনামুল হক শামীম আরও বলেন, এই ১৪ দিন খুব বড় সময় নয়। একটি মহল আতঙ্ক সৃষ্টি করে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে এটা খুবই দুঃখজনক। দেশে কোন ধরনের খাদ্য সংকট নেই। বর্তমান সরকার ও দেশের জনগণ যে কোন সংকট মোকাবেলার সক্ষমতা রাখে। আপনারা যেখানেই কোনো অনিয়মের খবর পাবেন আমাদের জানাবেন। সরকার এসব অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে।
ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর পরিচালনায় এ অনুষ্ঠানে উপমন্ত্রী আরও বলেন, যখন অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে জনগণের নাভিশ্বাস বাড়াচ্ছে তখন বাংলাদেশে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির করোনা ভাইরাস আক্রান্তদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি আশা করি, তার এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিবেন।
বাংলাদেশে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় এই এম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি জনাব গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক বাদল মাতবার।
অনুষ্ঠানে ডিআরইউ’র যুগ্মসম্পাদক বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাংলাদেশ এম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশ এম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দদের নিয়ে ডিআরইউ চত্বরে বিশেষ অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।