করোনা মোকাবেলায় দেশে আরও চারশত নতুন আইসিইউ বেড যুক্ত হচ্ছে:স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৩-২২ ২১:৩০:১০


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন,”করোনা ভাইরাস মোকাবেলায় দেশে নতুন ১০০ আইসিইউ বেড স্থাপনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি আরও তিনশত আইসিইউ সরঞ্জামাদিও আনায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে দেশের সরকারি হাসপাতালগুলোতে আগের ছিল দুইশত বেডের মতো আইসিইউ। এগুলো যুক্ত করতে পারলে ছয়শতর বেশি থাকবে আইসিইউ বেড।”

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত “করোনা ভাইরাস প্রতিরোধে আন্ত মন্ত্রণালয় বৈঠক” শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,”ইটালির মতো উন্নত দেশে সাড়ে ছয়শো আইসিইউ বেড আছে।আমাদের দেশে সম্পদের অনেক সীমাবদ্ধতা আছে।এরপরও সময় মতো ৬০০ আইসিইউ বেড স্থাপন করা গেলে এগুলো দিয়েই অনেক মানুষ উপকৃত হবেন।”

সম্মেলনে মন্ত্রী চায়নার উহান প্রদেশে করোনা মোকাবেলায় অভীজ্ঞ ডাক্তার-নার্সদের দেশে এনে দেশীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দেবার ব্যাপারে গুরুত্ব দেন।চীনের সংকটের সময় বাংলাদেশ যেভাবে চীন সরকারকে সহায়তা করেছিলো, চীন সরকারও বাংলাদেশের খারাপ সময়ে পাশে থাকবে বলে মন্ত্রী জানান।

করোনায় দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান,দেশে আগের ২০ জন করোনা রোগীর সাথে আজ আরো ৪ জন নতুন করোনা রোগী যুক্ত হয়েছে এবং প্রায় ৭৪ বছর বয়স্ক একজন ব্যক্তি আজ করোনায় মারা গেছেন। সারাদেশে প্রায় ১৪ হাজার মানুষ হোম কোয়ারান্টাইনে আছেন এবং আনুষ্ঠানিক কোয়ারাইন্টাইনে ৫০ জনের মতো ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলেও মন্ত্রী সভায় অবগত করেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়,সেনাবাহিনীর ও অধিদপ্তরের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।