শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মিল-ফ্যাক্টরি বন্ধ করতে হবে এটা যেন কারো মাথায় না আসে। কোনো কারখানা বন্ধ হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।
শনিবার (২১ মার্চ) করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত সমস্যা মোকাবিলায় শিল্প কারখানার শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জরুরি সভা শেষে এ কথা বলেন তিনি।
সভায় বিজিএমইএ সভাপতি রুবানা হক, এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএর সাবেক সভাপতি সংসদ সদস্য সালাম মুর্শিদীসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।