ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত
প্রকাশ: ২০১৫-১২-০২ ১৯:৩১:০০
সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আরো এক মাস বেড়েছে। সময় বৃুদ্ধর ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত লাইসেন্স নবায়ন করা যাবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ১১ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, সব সিটি কর্পোরেশনের আওতায় ‘সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল-২০১৫’ এ নির্ধারিত কর যৌক্তিক পর্যায়ে কমাতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে একটি কমিটি কাজ করছে। এর আগে ২০১৫-১৬ অর্থ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সময় ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়ানোর জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে ওই আদেশে ট্রেড লাইসেন্সের নবায়নের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করতে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
লাইসেন্স নবায়নের সময় এক মাস বৃদ্ধি করায় দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারকে ধন্যবাদ জানিয়েছে।
একই সঙ্গে এ সময়ের মধ্যে স্থানীয় সরকার বিভাগ ট্রেড লাইসেন্স ফি বিষয়ে যুক্তিসঙ্গত ও সকলের কাছে গ্রহণযোগ্য সুপারিশমালা প্রণয়ন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এফবিসিসিআই। আদর্শ কর তফসিল পুনর্নিধারণের ক্ষেত্রে এফবিসিসিআই-এর দেয়া সুপারিশমালা বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।