পুঁজিবাজার ও আর্থিক খাতের প্রখ্যাত বিশেষজ্ঞ ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেছেন দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীদের জন্য ভালো হবে। এ ধরনের কোম্পানিগুলোর আরো বেশি শেয়ারবাজারে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা আরো বলেন, আমাদের দেশে লাভজনক সরকারি ও বেসরকারি খাতের অনেক দেশি এবং বিদেশী কোম্পানি রয়েছে। এসব কোম্পানিকে শেয়ার বাজারে আনার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে এসইসি, ডিএসই, সিএসই এবং অর্থমন্ত্রণালয়কে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।
সম্প্রতি ওয়ালটনসহ বেশ কিছু প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুঁজিবাজার ও আর্থিক খাতের প্রখ্যাত এই বিশেষজ্ঞ বলেন, ওয়ালটন নিঃসন্দেহে ভালো, সন্তোষজনক ও লাভজনক প্রতিষ্ঠান। এর যথেষ্ট সুনাম আছে। দেশের ভেতরে ওয়ালটন পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। তাদের পণ্য রপ্তানিও হচ্ছে। ওয়ালটন নিঃসন্দেহে ভালো কোম্পানি। এর যথেষ্ট সুনাম আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ওয়ালটনের মতো একটি বৃহৎ কোম্পানি পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত বাজারের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। এ ধরণের কোম্পানি এলে শেয়ার বাজারের উপর জনগনের আস্থা বাড়বে। পুঁজিবাজার চাঙ্গা হবে। সেই সঙ্গে দেশের অর্থনীতির প্রবৃদ্ধির গতি তরান্বিত করতে সহায়তা করবে।
সানবিডি/এসকেএস