আগামী ২৬ মার্চ বাংলাদেশ ডাক বিভাগের সহজ, নিরাপদ এবং ব্যয় সাশ্রয়ী ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’- এর এক বছর পূর্তি হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ‘নগদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ঘোষণা মতে, গত ১২ জানুয়ারি যাত্রা শুরুর মাত্র ১০ মাসের মধ্যেই ‘নগদ’ দৈনিক ১০০ কোটি টাকা লেনদেন করতে সক্ষম হয়। এই বৃদ্ধির ধারাবাহিকতায় গত ১৩ মার্চ তিনি জানান, ‘নগদ’-এ দৈনিক লেনদেনের পরিমাণ ১৬০ কোটি টাকা।
আনুষ্ঠানিক যাত্রার পর থেকে গত এক বছরে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মনোপলি ভাঙতে এবং টাকা লেনদেন খরচ কমিয়ে আনতে সক্ষম হয়েছে ‘নগদ’। ইতোমধ্যে এর গ্রাহক সংখ্যা এক কোটি চল্লিশ লাখ ছাড়িয়ে গেছে। সারাদেশে ‘নগদ’ এর রয়েছে দেড় লাখের বেশি উদ্যোক্তা। এছাড়া এতে লেনদেনের খরচ সবচেয়ে কম। প্রতি হাজারে ক্যাশ-আউট চার্জ ১৪ টাকা ৫০ পয়সা। ‘নগদ’-এ লেনদেন শতভাগ নিরাপদ। ‘নগদ’ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) প্রথম ডিজিটাল নো ইয়্যর কাস্টমার (কেওয়াইসি) পদ্ধতি চালু করে।