বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইউসিবিএলের এলটিএফ চুক্তি স্বাক্ষর
প্রকাশ: ২০১৫-১২-০২ ১৯:৪৮:৪৯

ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্টের (এফএসএসপি) অধীনে ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) মধ্যে লং টার্ম ফিন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ) বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও এফএসএসপির প্রজেক্ট ডিরেক্টর মো. আহসান উল্লাহ এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













