নির্ধারিত সময়ে ফান্ড শেষ করলো একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১২:৪৭:৩১


নির্ধারিত সময়ে ফান্ডের আবেদন জমা নেওয়া শেষ করেছে “একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড”। সম্প্রতি প্রতিষ্ঠানটির বে-মেয়াদি একুশ ফাস্ট ইউনিট ফান্ডের অনুমোদন দিয়েছিলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্র মতে, বিএসইসির ৭১৫তম কমিশন সভায় প্রতিষ্ঠানটিকে ১০ কোটি টাকার একটি ফান্ড অনুমোদন দেওয়া হয়। পরে বিএসইসির বেধে দেওয়া ১৭ মার্চের মধ্যে ফান্ড ক্লোজ করে একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট।

সূত্র মতে,ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিলো ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা “একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড” এক কোটি টাকা দিয়েছে। বাকি নয় কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের কাছে ইউনিট বিক্রির মাধ্যমে তুলেছে। ফাল্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০টাকা।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি এবং কান্টভিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে “একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড” “সন্ধানী লাইফ ইন্যুরেস কোম্পানী লিমিটেড” এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নির্ধারিত সময়ে ফান্ডের কাজ শেষ করতে পারায়, বিএসইসি,ট্রাস্টি, কান্টভিয়ান এবং ইউনিটহোল্ডারদের ধন্যবাদ জানিয়েছে একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ,সিএফএ। তাদের উপর বিশ্বাস করে যারা বিনিয়োগ করেছেন; তাদের এই বিনিয়োগের সম্মান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস