করোনা: বুয়েটের ঢাকেশ্বরী কোয়ার্টার লকডাউন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৩-২৩ ২৩:০০:৫৮


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী এলাকার কোয়ার্টারকে লকডাউন করা হয়েছে। এই এলাকায় বসবাস করা একজনের শরীর পরীক্ষা করার পর করোনা পজেটিভ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বুয়েট পরিবেশ কমিটির সভাপতি ড. প্রাণ কানাই সাহা বলেছেন, ঢাকেশ্বরী আবাসিক এলাকার বাসিন্দার একজনের শরীরে করোনভাইরাস পজেটিভ ধরা পরেছে। ফলে আগামী ১৪ দিনের জন্য ওই এলাকার সবাইকে বাধ্যতামূলক পৃথকীকরণে থাকতে হবে। এ জন্য এলাকাটিকে লকডাউন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একেএম মাসুদ বলেছিলেন, “বুয়েট মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন সহকারী শিক্ষক সম্প্রতি তার মা ও বোনকে নিয়ে ভারতে গেছেন।” “কিছু দিন আগে তারা দেশে ফিরে এসেছিল। তাঁর মা করোনভাইরাসতে আক্রান্ত ছিলেন। শিক্ষক এবং তার বোনও ভাল বোধ করছেন না। ফলে সবার নিরাপত্তার কথা চিন্তা করে এলাকাটি লকডাউন করা হয়েছে।