বাংলাদেশসহ পুরো বিশ্ব কভিড-১৯-এ সংক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সংকটকালীন মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে নিজ নিজ বাসায় বা অবস্থানে অবস্থানের নির্দেশনা দিচ্ছে। বাংলাদেশ সরকারও একান্ত প্রয়োজন না হলে নাগরিকদের ঘর থেকে বের না হতে সতর্ক করেছে। আমরা অবগত আছি, এমনই প্রেক্ষাপটে দেশের সব বিপণিবিতান ২৫-৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমনই প্রেক্ষাপটে ইভ্যালি তার সামাজিক দায়বদ্ধতা থেকে একটি কার্যক্রম শুরুর পদক্ষেপ নিয়েছে। এর নাম দেয়া হয়েছে ইভ্যালি এক্সপ্রেস শপ। এর মাধ্যমে একজন গ্রাহক তার অবস্থানে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অর্ডার করে সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৩৬ ঘণ্টা সময়ের ব্যবধানে পণ্যের সরবরাহ বুঝে পাবেন। আমরা বিশ্বাস করি, সবাইকে ঘরে থাকার যে পরামর্শ সেটি বাস্তবায়ন করতে এ পদক্ষেপ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নাগরিকদেরও ঘর থেকে বের হতে হবে না। তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদার একটি বড় অংশ জোগান দেবে ইভ্যালি।