বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিট্রা) মো. রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, করোনা মোকাবেলায় সারাদেশে যাত্রবাহী লঞ্চ চলাচল অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে যে সব লঞ্চ এই মুহূর্তে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে রওনা হয়েছে সেগুলো এই নির্দেশনার বাইরে থাকবে বলে জানান তিনি।
এদিকে করোনা মোকাবেলায় সারা দেশে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সানবিডি/ঢাকা/এসএস