সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগ বন্ধের পর এবার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টার পর থেকে দেশের সব বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ থাকবে রাত থেকে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।
সানবিডি/ঢাকা/এসএস