বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহমদ আলী। রবিবার এক কর্মচারী নির্দেশে তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদান করে প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। জনাব আহমদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএসএসের পাশাপাশি এলএলবি ডিগ্রীও অর্জন করেন। ১৯৮৯ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেয়া আহমদ আলী জনতা ব্যাংক লিমিটেড এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের বোর্ড অব ইনভেস্টমেন্টের ওয়ানস্টপ সার্ভিসে (ডেপুটেশনে) কাজ করেন।