বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও অধীন কারখানাগুলোয় করোনা সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে তাপমাত্রা স্বাভাবিকের বেশি এবং সর্দি, কাশি ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা অর্থাৎ করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলে তাত্ক্ষণিকভাবে ওই কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দিয়ে হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।
এছাড়া বিসিআইসি চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে সংস্থার প্রধান কার্যালয়ের প্রতিটি বিভাগে স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ইত্যাদি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সব কর্মকর্তা ও কর্মচারীর কিছুক্ষণ পরপর হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বিসিআইসি চিকিৎসা কেন্দ্রে আসা রোগীদের করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে প্রয়োজনীয় উপদেশ দেয়া হচ্ছে। চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিত পর্যবেক্ষণ করা হচ্ছে।