নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে বলুন : হানিফ সংকেত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৫ ১৫:৪৭:১৭


কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। এতে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভিডিওবার্তায় তিনি বলেছেন, করোনাভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে এ রয়েছি। তাই প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিৎসক ও সর্বস্তরের মানুষকেই এই বিষয়ে সচেতন করছেন। শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গুজবে কান দেবেন না। গুজব ছড়ানোটা বিভ্রান্তিকর ও অপরাধও। তাই গুজবে কান দেন দেবেন না, আতঙ্কিত হবেন না। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে বলুন।
সানবিডি/ঢাকা/এসএস