পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড তারিখ স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করোনার ভাইরাসের মহামারী আক্রমণ দেখা দেওয়ার কারণে বিএসইসি সিকিউরিটিজ আইন সিথিল করে একটি আদেশ জারি করেছে। তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোম্পানির এজিএম স্থগিত থাকবে। একই সাথে কোম্পানির রেকর্ড তারিখও স্থগিত রাখা হয়েছে।
কোম্পানিটির আগামী ৭ মে এজিএম এবং ১ এপ্রিল রেকর্ড তারিখ ছিলো।
সানবিডি/এসকেএস