গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলে আগুন লেগেছে বলে জানা গেছে। বুধবার (২৫ মার্চ) ওই এলাকার জমজম স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই মিলের হিসাব রক্ষক ওয়াহিদুজ্জামান। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
সানবিডি/ঢাকা/এসএস