ঋণ আবেদনকারী নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিতে ২৮ প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক সংশোধনী সার্কুলারে এই তথ্য জানানো হয়।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে উদ্যোক্তাদেরকে ঋণ দিতে শর্ত হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত কোন সরকারি কিংবা বেসরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকতে হবে বলা হয়।
এর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে অথবা অন্যান্য কারিগরি বিষয় (পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, যন্ত্রপাতি মেরামত ইত্যাদি)-এ সাফল্যজনকভাবে প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট থাকার কথা বলা হয় ওই সার্কুলারে। ওই শর্তের আলোকে নতুন উদ্যোগ গ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য ২৮টি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। নতুন উদ্যোক্তাগণকে ঋণ প্রদানের সময় এসব প্রতিষ্ঠান থেকে দেয়া সার্টিফিকেট বিবেচনা করতে পারবে ব্যাংকগুলো।
প্রতিষ্ঠানগুলো হলো- একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস্ (আরবান), অ্যাসোসিয়েশন ফর রাইটস্ অ্যান্ড পিস, অ্যাসোসিয়েশন অফ গ্রাসরুটস্ উইমেন এন্টারপ্রিনিয়ার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ হিউম্যান রাইটস্ অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, বাসাবো জনকল্যাণ সংস্থা, ব্যুরো বাংলাদেশ, বিয়ান মনি সোসাইটি, ক্রিয়েটিভ আইটি লিমিটেড, ঢাকা আহ্ছানিয়া মিশন, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মার্স সলিউশনস লিঃ, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স অ্যান্ড সার্ভিসেস্, নারী উন্নয়ন ফোরাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ, পল্লী উন্নয়ন প্রকল্প, পিস্ অ্যান্ড রাইটস্ ডেভেলপমেন্ট অফ সোসাইটি, রুরাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, সচেতন সাহায্য সংস্থা, সমতা ওয়ার্ল্ড ফাউন্ডেশন, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট, সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস, সানলাইফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, ইউসিইপি বাংলাদেশ, ভলান্টারি অর্গানাইজেশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট।