‘দিগন্তে চলো শব্দ যেথায় সূর্যসত্য’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক মাত্র সংগঠন ধ্বনি আয়োজন করেছে নিয়মিত আবৃত্তি প্রযোজনা জ্বালো ঐতিহ্যের আলো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১ম পর্বে বিক্ষোভের দিনে প্রেম নির্ভর একক এবং দৈত কবিতা আবৃত্তি পরিবেশ করা হয়।দ্বিতীয় পর্বে আবৃত্তি ও বাক উৎকর্ষ বিষয়ক কর্মশালা ২০১৫ এর অষ্টাদশ আবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সানজিদা সুলতানা রেশমী। উপস্থাপনা ছিলেন ধ্বনির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম আকাশ ও প্রচার সম্পাদক ফারজানা কেয়া। অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন ধ্বনির অগ্রজ আনিসুজ্জান জুয়েল, দিলশাদ ইবনে বাকীসহ প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ