বিশ্ববাসীর ঘুম কেড়ে নেওয়া ভাইরাসের নাম করোনা। ইতিমধ্যে সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। ইরান ও ভারতের মতো করোনায় আক্রান্ত হয়েছে পাকিস্তানও।
শনিবার একদিনেই সেখানে আক্রান্ত হয়েছেন ১২২ জন এবং মারা গেছে আরও একজন।এটি পাকিস্তানে একদিনে সর্বোচচ আক্রান্ত হওয়ার রেকর্ড।
দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯৫য়ে। আর মারা গেছে মোট ১২ জন।
পাকিস্তানে ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়। এরপর মাত্র ৩১ দিনে এই সংখ্যা প্রায় ১৫০০ হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তারপরও এখনও দেশে লকডাউনের সিদ্ধান্ত নেয়নি ইমরান খান সরকার। সে দেশের কয়েকটি এলাকায় আংশিকভাবে লকডাউন চালু হলেও দেশজুড়ে লকডাউনে প্রবল অনীহা ও গড়িমসি দেখাচ্ছে পাক সরকার।
পাকিস্তানের সিন্ধু প্রদেশেই ৪৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/এসএস