করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতির জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনা প্যাকেজে পুঁজিবাজারকে অর্ন্তভুক্ত করার দাবি করেছেন ঢাকা স্টক এক্সঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান।
করোনাভাইরাসের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্যাকেজের আওতায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন, যা জিডিপির ২ দশমিক ৫২ শতাংশ।
প্রণোদনা প্যাকেজ ঘোষণার সময় প্রধানমন্ত্রী জানান, তাৎক্ষণিক, স্বল্পমেয়াদি, মধ্যমেয়দি ও দীর্ঘমেয়াদি এই চারভাগে বাস্তবায়নের লক্ষ্যে চারটি কার্যক্রম নিয়ে সরকারের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। যার মধ্যে রয়েছে- সরকারি ব্যয় বৃদ্ধি করা, আর্থিক সহায়তার প্যাকেজ, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা এবং বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা।
প্রধানমন্ত্রী এই প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর এক বিবৃতিতে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন তাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অন্তুর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি।
যেসব ক্ষুদ্র বিনিয়োগকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মার্জিন লোন নিয়ে শেয়ার কিনেছেন, তাদেরকে অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে সুদের সাপোর্ট দিচ্ছেন সেইভাবে সাপোর্ট দিতে হবে l যেহেতু লোনের বিপরীতে ৯ শতাংশ সুদের কার্যক্রম শুরু হয়েছে. সেক্ষেত্রে ৫ শতাংশ সুদ সরকার থেকে এই প্রণোদনার অধীনে দেয়ার জন্য অনুরোধ করছি। বাকি ৪ শতাংশ সুদ বিনিয়োগকারী দেবেন- বলেন ডিএসইর পরিচালক।
তিনি বলন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে এই ঘোষণা পুঁজিবাজারকে স্থিতিশীল করবে এবং বিনিয়োগকারী উপকৃত হবেন। করোনাভাইরাসের কারণে যে সব প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট-ইম্পোর্ট, কন্সট্রাকশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে সে সব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চালিয়ে যাবার জন্য যে আর্থিক প্যাকেজ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা যুগান্তকারী, সময়োপযোগী ও ঐতিহাসিক।
তিনি আরও বলেন, এই আর্থিক প্রণোদনা সব ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট-ইম্পোর্ট বিশেষ করে শ্রমিক, কর্মচারী, খেঁটে খাওয়া মানুষের মজুরি পাওয়াকে নিশ্চিত করেছে।
সানবিডি/এসকেএস