ঢাকার রাস্তায় পড়ে আছে মরদেহ, করোনা আতঙ্কে কাছে গেল না কেউ
রাজধানীর শ্যামপুর থানার জুরাইন নতুন রাস্তায় পড়ে ছিল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। তবে করোনা আতঙ্কের কারণে স্থানীয়রা কেউ লাশটির কাছে যায়নি। পরে খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই কানাই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে জুরাইনের নতুন রাস্তা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিল বলে জানা গেছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এসআই কানাই বলেন, করোনা আতঙ্কের কারণে স্থানীয়রা কেউ প্রথমে লাশটির কাছে যায়নি। পরে খবর পেয়ে পুলিশ পিপিই পরে লাশটি ব্যাগে করে সরিয়ে নেয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।]
সানবিডি/ঢাকা/এসএস