ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে
এলাকার যুব সমাজ দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
সোমবার(০৬ এপ্রিল) তাদের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫-২০১৯ এস এস সি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এবং শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় ১৪০ জন দরিদ্রের মাঝে ত্রাণ (চাল,ডাল,তেল,সাবান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাবির সাবেক ঝিনাইদহ ছাত্র কল্যাণ এর সভাপতি সুমন জোয়ার্দার, বদলে যাও বদলে দাও এর সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মুজতবা, রাবির শিপন, ঢাবির ছাত্র আইনাল হোসেন, সিয়াম, চুয়েটের ছাত্র আশিক সহ পলাশ, রুবেল, তৌফিক, রেজওয়ান, উজ্জল এবং ইবি ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রাসেল জোয়ার্দার, আলমগির জোয়ার্দার ও সিহাব, ফেরদৌস, জুয়েল হিমু, রানা আহম্মেদ অভি সহ শেখপাড়ার সচেতন যুব সমাজ।
ত্রাণ বিতরেণের সময় ৩ ফুট দূরত্ব নিশ্চিত করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস