চোখ-কান থাকতেও অন্ধ ও বধিরের মতো ফখরুলের বক্তব্য
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০৬ ১৬:৩৭:২১
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক প্যাকেজের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের বক্তব্য চোখ-কান থাকতেও অন্ধ ও বধিরের মতো।
সোমবার রাজধানীর মিন্টো রোডে তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার মুক্তির সময় বঙ্গবন্ধু মেডিকেলসহ বেশ কয়েকটি জায়গায় হাজার লোকের জমায়েত করে বিএনপি কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্যাকেজটি না দেখে, না বুঝেই বিএনপির মতো বড় একটি দলের গুরুত্বপূর্ণ একজন নেতা হয়ে মির্জা ফখরুল সাহেব প্রতিক্রিয়া দিয়েছেন।