বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে আল্লাহর গজব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেন, ‘করোনাকে আমি আল্লাহর গজব বলে মনে করি। তবে এটি শুধু কোনো বিশেষ ধর্ম বা বিশেষ অঞ্চলের প্রতি গজব না। সমগ্র মানবজাতির প্রতি গজব এবং পরিশুদ্ধির ডাক।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরও লিখেন, ‘আল্লাহ আমাদের অন্তরের কালিমা দূর করে দিন। সুমতি দিন। আপনার রহমত পাওয়ার যোগ্যতা দিন। আল্লাহ আমাদের আপনি মাফ করে দিন।’
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন সংক্রমিতদের মধ্যে ২০ জনই ঢাকার। আর নারায়ণগঞ্জে সংক্রমিত হয়েছে ১৫ জন। এই নিয়ে গত ৮ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। নতুন মৃতদের মধ্যে দুজন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরে বিভিন্ন জেলার। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।
সানবিডি/ঢাকা/এসএস