আজকের পরিস্থিতিতে করোনা প্রতিরোধের উপায়-ফয়জুল ইসলাম চৌধুরী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-১১ ১৩:২৬:৪৭


প্রতিরোধের জন্য প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক সুষ্ট সামগ্রিক পরিকল্পনা। ব্যক্তিগত এবং সামাজিক নিয়মগুলো মেনে চলব। তারপর পরিকল্পনা মোতাবেক প্রতিরোধ করব।

বিজ্ঞান ভিত্তিক সামগ্রিক পরিকল্পনা কি কি ভাবে হতে পারে :

১. একটি Promising টিম গঠন করতে হবে যার প্রধান থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী।

২. প্রয়োজনীয় মন্ত্রণালয়ের মন্ত্রীগণ।

৩. উনাদের সচিবগণ

৪. Technical expert -গণ (Virologist, Epidemiologists, পরিসংখ্যানবিদ, মেডিসিন এক্সপার্ট, Medicine Branch Expert, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সার্জন)

৫. সেনাবাহিনী

৬. আইন-শৃঙ্খলাবাহিনী

৭. জনপ্রতিনিধি

৮. স্বেচ্ছা সেবক

কর্মপরিকল্পনা:

১) ভাইরাসটির গতিবিধি নির্ধারন করার জন্য একটি projection প্রজেকশন মডেল তৈরি করতে হবে। এ্টা করার জন্য প্রয়োজন Virologist -দের।

২) লকডাউন এবং কোয়ারেনটাইনের বিষদ ব্যবহারের জন্য Epidemiologists -দের সহায়তা নিতে হবে।

৩) লকডাউন এবং কোয়ারেনইটাইন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলাবাহিনী, সেনাবাহিনী দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী , স্বেচ্ছা সেবক বাহিনী এবং Administration-র সহযোগিতা প্রয়োজন।

৪) ভাইরাসটি নির্ণয়ের জন্য IEDCR এবং Virologist-দের সহায়তা নিতে হবে।

৫) Covid-19  রোগীদের যারা মোকাবেলা করবেন ডাক্তার নার্সসহ Health Personal- PPE, Mask, Gloves, eye glass, Head covering, Shoe covering পর্যাপ্ত পরিমানে থাকবে হবে।

৬) PPE -এর ব্যবহার বিধি জানতে হবে। ব্যবহার বিধি জানানোর দায়িত্ব পড়ে সার্জনদের উপর।

৭) Covid-19  রোগীদের আইসোলেশনে রেখেি চকিৎসা করতে হবে। যার জন্য প্রয়োজন ঈড়ারফ-১৯ হাসপাতাল।

৮) Covid-19  মোকাবেলায় যারা যারা জড়িত সবাইকে বীমা, আর্থিক সহযোগিতার আওতায় নিয়ে আসতে হবে।

রোগ এবং ভাইরাস। একটি হচ্ছে রোগবিজ্ঞান আরেকটি হচ্ছে জীববিজ্ঞান। বিজ্ঞানের মাধ্যমেই বিজ্ঞানের মোকাবেলা করতে হবে। সাধারণ ধারণা, সাধারণ জ্ঞান দিয়ে এটা মোকাবেলা সম্ভব নয়। এটা মোকাবেলার জন্য ঝঢ়বপরভরপ জ্ঞান (বিজ্ঞান) এর প্রয়োজন। তাই আসুন আমরা সবাই বিজ্ঞান ভিত্তিক সুষ্ঠসামগ্রিক পরিকল্পনা করে ধৈর্য্যরে সাথে এই ভাইরাসটির মোকাবেলা করি। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। আল্লাহ আমাদের সহায় হউন।

লেখক: অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী

প্রাক্তন অধ্যাপক মেডিসিন

ঢাকা মেডিকেলকলেজ

প্রাক্তনমহাসচিব

বাংলাদেশ সোসাইটিঅব মেডিসিন

সানবিডি/এসকেএস