কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফের ২য় বছর পূর্তিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুবির সাংবাদিক সমিতি কুবিসাস।
বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) দুুপুর ২ টায় উপাচার্যের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন কুবির ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার, কুবিসাস সভাপতি রবিউল হক রবি, সহ-সভাপতি মিজান উদ্দীন, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদসহ সমিতির নেতৃবৃন্দ।উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনেক। আমি আশা করব অতীতের ন্যায় ভবিষতেও বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের সাথে এক হয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।
সানবিডি/ঢাকা/এলাহী/এসএস